বিজ্ঞাপন

জয়ে ফিরল সিটি চেলসি

November 1, 2020 | 1:55 am

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুমের সূচনাটা ভুলে যাওয়ার মতোই হয়েছিল ম্যানচেস্টার সিটির। লিগে প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই জিততে পারেনি পেপ গার্দিওলার দল। কদিন আগে ওয়েস্ট হামের বিপক্ষেও জিততে পারেনি দলটি। ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটি আজ জয়ে ফিরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে দলটি। সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন কাইল ওয়াকার। এদিকে, দিনের অপর ম্যাচে জয় পেয়েছে চেলসিও।

বিজ্ঞাপন

নূন্যতম ব্যাবধানে জিতলেও শেফিল্ডের মাঠে শুরু থেকেই দাপটে খেলেছে সিটি। ৬৫ শতাংশ বলের দখল ধরে রেখে সিটি গোলবারে শট নিয়েছে ১২টি, তার মধ্যে ৮টিই লক্ষ্যে ছিল। জোয়াও কানসেলোর ক্রসে ফেররান তরেস ঠিকভাবে হেড করতে পারেলে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতো সিটি। ১২ মিনিটে সুবিধাজনক স্থানে বল পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি এমেরিক লাপোর্ত। ২৪ মিনিটে রিয়াদ মাহরেজ বল উড়িয়ে মেরে সুযোগ হারিয়েছেন।

আক্রমণের পর আক্রমণের পসরা সাজিয়ে বসা দলটি এগিয়ে যায় ২৮ মিনিটে। ডি ব্রুইনার পাস ধরে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেন ওয়াকার। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মহারেজ। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। ৭০ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেছে শেফিল্ড। সুবিধাজনক স্থানে বল পেয়েও উড়িয়ে মারেন দলটির জন লুন্ডস্ট্রাম। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ম্যানসিটি।

বিজ্ঞাপন

এদিকে দিনের অপর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে চেলসি। আগের দুই ম্যাচে পয়েন্ট হারানো দলটির পক্ষে গোল তিনটি করেছেন হাকিম জিয়াশ, কুর্ত জুমা ও টিমো ভারনার।

বার্নলির বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে চেলসি। পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরিও হয়েছিল। কিন্তু অ্যাশলি বার্নস গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি। চেলসি এগিয়ে গেছে ম্যচের ২৬তম মিনিটে। ট্যামি আব্রাহামের মাপা পাসে নিচু শটে বল জালে জড়িয়ে দেন জিয়াশ।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কুর্ত জুমা। কর্ণার কিকে হেড করে গোল করেন তিনি। সাত মিনিট পর ম্যাচটা বার্নলির আয়ত্বের বাইরে নিয়ে যান টিমো ভেরনার। জিয়াশের পাস ধরে নিচু এক দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন চেলসির তরুণ তারকা। এরপর গোলের সুযোগ তৈরি হলেও গোল করা সম্ভব হয়নি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।

বিজ্ঞাপন

এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে বসেছে চেলসি। ৭ ম্যাচে ৩ জয় পাওয়া দলটির পয়েন্ট এখন ১২। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছেন ম্যানচেস্টার সিটি।

সারাবংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন