বিজ্ঞাপন

‘প্রকল্পের টাকা উঁইপোকা খেয়ে যাক তা চাই না’

November 9, 2020 | 4:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত টাকা নয়-ছয় হতে দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, কোনো প্রকল্পের টাকা উঁইপোকা খেয়ে যাক তা চাই না। এটা হতে দেবো না।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ বিষয়ে গঠিত সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ‘আমাদের কোনো প্রকল্পের টাকা নয়-ছয় হোক বা কোনো উঁইপোকা খেয়ে যাবে তা চাই না। প্রকল্পের অর্থ যেন শতভাগ খরচ হয় এটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘সরকারের অনেক প্রকল্পের টাকা পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবুও খরচ দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী এ নিয়ে ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, প্রকল্পের অর্থ উঁইপোকা খায়। আমি চাই না কোনো প্রকল্পের টাকা উঁইপোকা খেয়ে যাক। এটা হতে দেবো না।’

বিজ্ঞাপন

মেয়র তাপস বলেন, ‘এর আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলেও শহরের দরিদ্ররা অনেক সেবা থেকে বঞ্চিত ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে চাই। আমরা আগামীতে নগরে বসবাসরত দরিদ্রের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে চাই।’

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে এবং রুপকল্প-২০২১ এর আলোকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘দেশে এক সময় ৭০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতো। আজ তা ২০ শতাংশে নেমে এসেছে। সেইসঙ্গেহ হতদরিদ্র জনগোষ্ঠীর হার নেমে এসেছে ১২ শতাংশের নিচে। আমাদের বার্ষিক আয় ২ হাজার ডলার অতিক্রম করেছে। আমরা নিজস্ব অর্থায়নে এখন পদ্মাসেতু নির্মাণ করছি। পদ্মাসেতু নির্মাণ শেষ হলে আমাদের প্রবৃদ্ধি ২ শতাংশ বাড়বে। তখন ঢাকা কেন্দ্রিক চাপও কমে যাবে।’

ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সভাপতিত্বে এলআইইউপিসি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ইয়োগেশ প্রাধানাং এবং ইউকেএইড ঢাকা অফিসের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আনোয়ারুল হক সভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন