বিজ্ঞাপন

আপিলের আদেশ প্রত্যাহার চেয়ে খালেদার আবেদন

March 14, 2018 | 4:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের চার মাসের জামিনাদেশ স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত বুধবার বিকেলে (১৪ মার্চ) আবেদন শুনানির জন্য এ দিন ঠিক করেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

বিজ্ঞাপন

এর আগে আজ সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এ আ্দেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল সারাবাংলাকে জানান, হাইকোর্ট বেগম খালেদা জিয়াকে সঠিকভাবেই জামিন আদেশ দিয়েছেন। দ্বিতীয়ত আমাদের বক্তব্য না শুনেই আপিল বিভাগ আজ আদেশ দিয়েছেন এসব যুক্তি তুলে ধরে আমরা আবেদন করেছি।

রোববার আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের সঙ্গে এ আবেদনেরও শুনানি হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

গত ১২ মার্চ সোমবার খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে পরের দিন রাষ্ট্রপক্ষ ও দুর্নীতিদমন কমিশনের (দুদক) আবেদন করে।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন