বিজ্ঞাপন

হাসিনা ‘মানবতার মা’ খালেদা ‘খুনীর মা’: হানিফ

March 14, 2018 | 6:09 pm

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘খুনীর মা’ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

পটিয়ায় বুধবার (১৪ মার্চ) স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ মার্চ পটিয়ায় প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতির অংশ হিসেবে এই বর্ধিত সভা হয়েছে।

হানিফ বলেন, `কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে শুনলাম, বেগম খালেদা জিয়া নাকি মাদার অব ডেমোক্রেসি। মানে গণতন্ত্রের মা। আমি অবাক হয়ে গেলাম। পদ-পদবির জন্য মানুষ এত নির্লজ্জ হতে পারে ভাবা যায় না। যে খালেদা জিয়া আজ দুর্নীতিবাজ হিসেবে আদালতের রায়ে প্রতিষ্ঠিত, যে খালেদা জিয়া ক্ষমতার লোভে পেট্রোলবোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছে, তিনি নাকি গণতন্ত্রের মা। এর চেয়ে লজ্জাকর উক্তি আর কিছুই হতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে খালেদা জিয়া একজন ক্ষমতালোভী। মানুষ ২০১৫ সালের কথা ভুলে যায়নি। ২০১৩ সালের তাণ্ডবের কথা ভুলে যায়নি। হাজার হাজার মানুষকে আগুন দিয়ে আহত করা, শত শত মানুষকে হত্যা করার কথা মানুষ ভুলে যায়নি। সুতরাং খালেদা জিয়া কখনো মাদার অব ডেমোক্রেসি হতে পারে না। তিনি মাদার অব কিলার। তিনি খুনীর মা।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারে নির্যাতিত ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। তাদের সহযোগিতা করছেন। এ জন্য সারা বিশ্ব আজ শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করছে। সেটাকে কাউন্টার করার জন্য উনি (মির্জা ফখরুল) বলছেন খালেদা জিয়া নাকি মাদার অব ডেমোক্রেসি।’

২১ মার্চ পটিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান হানিফ। পরে হানিফ নেতাদের নিয়ে জনসভাস্থল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সারাবাংলা/আরডি/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন