বিজ্ঞাপন

বিভাগীয় প্রতিনিধি সভা করবে আ.লীগ, অনলাইনে অংশ নেবেন শেখ হাসিনা

November 19, 2020 | 9:07 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা করতে চাই। সেগুলি আপনি (প্রধানমন্ত্রী) কানেক্টিং থাকবেন। আটটা বিভাগে আটটা দিন আপনার কাছ থেকে এক ঘণ্টা করে সময় চাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এ সব কথা বলেন। সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের যে সাব কমিটিগুলোর গঠন প্রক্রিয়া আমাদের শেষ। চেয়ারম্যান চারটি অবশিষ্ট ছিল আপনি সেই চারজনও নিয়োগ দিয়েছেন। কাজেই এখন আর আমাদের ওখানে কমিটি ঘোষণার ব্যাপারে অসুবিধা নেই। শুধু একটা জিনিস চেক করা হচ্ছে, যেটি আপনার নির্দেশ, সেটা হচ্ছে একজন যেন একাধিক জায়গায় না থাকে। অন্য কোনো কমিটি, সহযোগী বা ঢাকা মহানগর; অন্য কোনো কমিটিতে থাকলে এগুলোকে বাদ দিতে হবে।’

বিজ্ঞাপন

‘এখানেও বিভিন্ন উপ-কমিটিতে একজন একাধিক জায়গায় থাকতে পারে। এইসব কিছু আমরা আপনারা নির্দেশনায় এখানে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেছি। কোনোভাবেই যেন অনুপ্রবেশকারী, আমাদের উপ-কমিটিতে স্থান না পায়, সেই বিষয়টি সবাইকে সতর্ক করেছি। আপনার নিদের্শে গতকাল মহানগরের উত্তরের কমিটি দেওয়া হয়ে গেছে এবং আজ কালের মধ্যে দক্ষিণ হয়ে যাবে।’

আমাদের বিভাগীয় নেতৃবৃন্দকে আমি একটি বিষয় নির্দেশনা দিয়েছি, আগামী দশদিনের মধ্যে যে জেলা কমিটিগুলো জমা পড়েছে, সেই কমিটিগুলো বাছ বিচার করে এটা চূড়ান্ত করার জন্য। আপনার সাথে আলাপ করে এই কমিটিগুলো শেষ করব। এ ছাড়াও কিছু জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে সে বিষয়েও দলীয় সভাপতিতে অবহিত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা করতে চাই। সেগুলোতে আপনি কানেক্টিং থাকবেন। আটটা বিভাগে আটটা দিন আমরা আপনার কাছ থেকে এক ঘণ্টা করে সময় চাই।’

বিজ্ঞাপন

পরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব ভিডিও কনফারেন্সে সময় দেওয়ার বিষয়ে সম্মতি দেন শেখ হাসিনা।

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন