বিজ্ঞাপন

বগুড়া জিলা স্কুলের টি-১০ লিগ চ্যাম্পিয়ন স্কোয়াড-১৩

November 21, 2020 | 1:11 pm

স্পোর্টস ডেস্ক

বগুড়া জিলা স্কুলের সাবেক ছাত্রদের টি-১০ ক্রিকেট লিগের তৃতীয় মৌসুমের চ্যাম্পিয়ন তেরো (এসএসসি ২০১৩ ব্যাচ)। শুক্রবার (২০ নভেম্বর) লিগের ফাইনাল ম্যাচে টেন স্কোয়াড-১৩ এবং বি জেড এস- ১৮ মুখোমুখি হয়। টস জিতে ১৮’কে ব্যাটিংয়ে পাঠায় ১৩। ১০ ওভারে ১৮ তোলে ৮৫ রান। জবাবে, ৯.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৗেঁছে যায় ১৩।

বিজ্ঞাপন

এর আগে, সেপ্টেম্বরে সাবেক ছাত্রদের ৪১টি দল নিয়ে লিগের তৃতীয় মৌসুম শুরু হয়েছিল। প্রথম রাউন্ড শেষে শীর্ষ ১৬ দল টিকে যায়। তাদের মধ্যে তিন রাউন্ড খেলা শেষে বিজয়ীর হাসি হাসল ২০১৩।

এদিকে, টি-১০ ক্রিকেট লিগের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং নৈশভোজের আয়োজনে শুক্রবার বিকেল থেকেই স্কুল মাঠ সাবেক ছাত্র, শিক্ষকবৃন্দের পদচারণায় মুখর হয়ে ওঠে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভ সম্প্রচারের সময় দেশে বিদেশে থাকা জিলা স্কুলের সাবেক ছাত্রদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

মন্তব্যের ঘরে অনেকেই এরকম আয়োজন লাইভ দেখতে পেরে সন্তুষ্টির কথা জানালেও, অনেকেই এমন আয়োজনে পেশাদারিত্বের খাতিরে সামিল না হতে পারার আক্ষেপ তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

অন্য দিকে, বিকেলের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করেন কয়েক শ দর্শক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. হজরত আলীর সঙ্গে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে টি জামান নিকেতা, রেজাউল বারী ঈসা, শেখ আকতার হোসেন হিরু, ডা. সামির হোসেন মিশুসহ বগুড়া জিলা স্কুলের বর্তমান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর, তাজমিলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২০ কে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টারি ‘হার্ট অব এ জায়ান্ট ‘ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সবশেষে, আতশবাজি এবং তেরো আয়োজিত নৈশভোজের মধ্যদিয়ে টি-১০ ক্রিকেট লিগের তৃতীয় মৌসুমের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন