Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল্ডেন মনিরকে ২১ দিন রিমান্ডে চায় পুলিশ


২২ নভেম্বর ২০২০ ১৫:৪৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৬:৪০

ঢাকা: অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মনিরকে আদালতে হাজির করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন মিয়া এবং মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার এসআই জানে আলম দুলাল।

বিজ্ঞাপন

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে মাদক মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। রাতভর অভিযানে ৬ শ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এছাড়া বিলাসবহুল পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দশটি দেশের প্রায় ৯ লাখ টাকার অবৈধ মুদ্রা পাওয়া গেছে। এসব অপরাধে গোল্ডেন মনিরকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

গোল্ডেন মনির

বিজ্ঞাপন

বন্ধ হোক শিশুশ্রম
১ মে ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর