বিজ্ঞাপন

তথ্য ও অর্থের নিরাপত্তা নিশ্চিত এখন বড় চ্যালেঞ্জ: পলক

November 23, 2020 | 5:37 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সাইবার জগতে তথ্য এবং অর্থের নিরাপত্তা নিশ্চিত করাই বিশ্বের এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তথ্য চুরি ঠেকানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য সরকার দেশের ডাটার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবং এ জন্য ডাটা সাইনটিস্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) ডাটা সংরক্ষণ বিষয়ে আইসিটি বিভাগের বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানির সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘পুরো পৃথিবী এখন ডাটা ড্রাইভেন হয়ে যাচ্ছে। যেকোনো কার্যক্রম ও সিদ্ধান্ত এখন ডাটা বিশ্লেষণ করা ছাড়া নেওয়া খুবই কঠিন। আমরা কিন্তু ন্যাশনাল ডাটা এনালিস্ট টাস্কফোর্স গঠন করেছিলাম করোনা শুরুর সঙ্গে সঙ্গে। আন্তর্জাতিক তথ্য-উপাত্তকে বিশ্লেষণ করা, দেশের ভেতরে কোন এলাকায় এখন রোগীর সংখ্যা বেশি, আগামী সাতদিন বা ১৫ দিন পরে কোন এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে- এইসব অনুমান কিন্তু আমরা তথ্য বিশ্লেষণ করে পেয়েছি। সেগুলো আমরা সরকারের বিভিন্ন দফতরে নিয়মিত সরবরাহ করেছি। এতে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে।’

ডাটা সেন্টারের সঙ্গে রাজউক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চুক্তি সই প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে তারা সরকারের ডাটা সেন্টার ব্যবহার করছে। আজ তারা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। তারা চার্জটা কমানোর কথা বলেছেন। ব্যয় এবং খরচ কমিয়ে চার্জ কত কম রাখা যায় আমরা তা চিন্তা করব। প্রথম ব্যবহকারী হিসেবে তাদের কাছ থেকে চার্জ যেন কম নেওয়া হয় সে ব্যাপারে উদ্যোগ নিতে অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

পলক বলেন, ‘ডাটা সেন্টারকে ভবিষ্যতে ক্লাউডে নিয়ে যাওয়া হবে। পুরো বিশ্বে এখন ডাটা ড্রাইভেন সিদ্ধান্ত নেওয়ার দিকে নজর দেওয়া হচ্ছে। আমাদের সব সিদ্ধান্তে যাতে ডাটা বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। এর ফলে অনেক অর্থ ও সময় সাশ্রয় করা সম্ভব হবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম এবং বাংলাদেশ ডাটা সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন