বিজ্ঞাপন

বিল গেটসকে টপকে দ্বিতীয় শীর্ষ ধনী মাস্ক

November 24, 2020 | 5:10 pm

ফিচার ডেস্ক

মার্কিন প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স’র প্রতিষ্ঠাতা এলন মাস্ক এখন বিশ্বে দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার বদৌলতে এলন মাস্কের সম্পদ বাড়ছে। গত জানুয়ারিতেও ব্লুমবার্গ বিলিয়নার সূচকে তার অবস্থান ছিলো ৩৫তম।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী হয়েছিলেন এলন মাস্ক। এ সপ্তাহেও টেসলার শেয়ারদর ছিলো বাড়তির দিকে। ফলে সপ্তাহ না পেরোতেই ধনকুবের বিল গেটসকে পেছনে ফেলেছেন এলন মাস্ক।

ব্লুমবার্গ বিলিয়নার সূচক বলছে টেসলার শেয়ারদরের উল্লম্ফনে এলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, গত এক বছরে এলন মাস্কের আয় হয়েছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি— যা ব্লুমবার্গ বিলিয়নার সূচক মতে, এ বছরে সর্বোচ্চ আয়।

ব্লুমবার্গ বিলিয়নার সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বোজেস। তার সম্পদের পরিমাণ ১৮২ বিলিয়ন ডলারের বেশি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন