বিজ্ঞাপন

মামুনুলকে প্রতিরোধে বিমানবন্দরের সামনে অবস্থান

November 27, 2020 | 12:29 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধ করতে বিমানবন্দরের প্রবেশমুখে দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু এতে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নেন কয়েকশ নেতাকর্মী। এসময় তারা মামুনুলের বিরুদ্ধে স্লোগান দেন।

আরও পড়ুন- ‘মামুনুল চট্টগ্রামে পা দিলে পরিস্থিতি ভয়াবহ হবে’

শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে এক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দিয়ে আলোচনায় আসা মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও যুব মজলিসের সভাপতি। এছাড়া হেফাজতে ইসলামের নতুন কমিটিতেও তিনি যুগ্ম মহাসচিব পদে আছেন।

বিজ্ঞাপন

মামুনুল চট্টগ্রামে আসার খবরে বিক্ষুব্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সমাবেশ করে তাকে প্রতিহতের ঘোষণা দেন।

নগর ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা পতেঙ্গা থানাসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে বিমানবন্দরের মূল প্রবেশমুখে টার্নিংয়ে অবস্থান নিই। যুবলীগের নেতাকর্মীরাও মিছিল নিয়ে এসেছেন। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আমরা সমাবেশ করেছি।’

বিজ্ঞাপন

মহিউদ্দীন বাচ্চু সারাবাংলাকে বলেন, ‘সকাল ১০টা থেকে মূলত ঢাকা-চট্টগ্রামের ফ্লাইট আসা শুরু হয়েছে। ১১টা ২৫ মিনিটে সর্বশেষ ফ্লাইট এসেছে। সেজন্য আমরা বেলা ১২টা পর্যন্ত অবস্থান নিয়েছি। এরপর বিমানবন্দরের সামনে থেকে চলে যাচ্ছি। জুমার নামাজের পর বিভিন্ন পয়েন্টে আমাদের নেতাকর্মীরা অবস্থান নেবেন।’

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সারাবাংলাকে বলেন, ‘আমরা হাটহাজারীর প্রবেশপথ নগরীর অক্সিজেন মোড়ে মসজিদে জুমার নামাজ আদায় করব। এরপর অক্সিজেন মোড়েই অবস্থান নেব। উত্তর জেলা ছাত্রলীগ ভিন্ন সড়কে হাটহাজারীর প্রবেশপথে অবস্থান নিচ্ছে বলে আমাদের জানিয়েছে। সড়কপথে মামুনুল হককে পেলে আমরা তার ধৃষ্ঠতার জবাব দেবো।’

এদিকে মামুনুল হক আদৌ চট্টগ্রামে আসবেন কি না বা এরই মধ্যে গোপনে এসে পৌঁছেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলেও হেফাজতে ইসলামের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন