বিজ্ঞাপন

এক পাত্রেই শেষ আটের দল

March 15, 2018 | 12:40 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বার্সেলোনা আর চেলসি ম্যাচের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এবার অপেক্ষা শেষ আটের জমজমাট লড়াইয়ের। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ লা লিগার দল সর্বোচ্চ তিনটি, ইংলিশ প্রিমিয়ারে খেলা দল দুটি, ইতালির ক্লাব আছে দুটি আর জার্মানিতে খেলা দল একটি।

বার্সা ছাড়াও স্পেনের দল হলো রিয়াল মাদ্রিদ, সেভিয়া। ইতালির এএস রোমা, জুভেন্টাস। জার্মানির আছে বায়ার্ন মিউনিখ। ইংল্যান্ডের লিভারপুল আর ম্যানচেস্টার সিটি।

এই আট দলের কে কার মুখোমুখি হবে সেটা নির্ধারণ করতে শুক্রবার (১৬ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদরদপ্তরে অনুষ্ঠিত হবে শেষ আটের ড্র। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই ড্র।

বিজ্ঞাপন

শেষ ষোলোর মতো ড্রতে কোনো বাছাই দল কিংবা কোনো নির্দিষ্ট লিগের প্রতিবন্ধকতা থাকবে না। এক পাত্রেই রাখা হবে আটটি দলের নাম। ড্রতে প্রথম যে দলের নাম উঠবে প্রথম লেগ তাদের মাঠে হবে। পরে যে দলের নাম উঠবে সে দলের মাঠে হবে ফিরতি লেগ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হওয়ার সম্ভাব্য তারিখ ৩ ও ৪ এপ্রিল। ফিরতি লেগের সম্ভাব্য তারিখ ১০ ও ১১ এপ্রিল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন