বিজ্ঞাপন

তিগ্রাইয়ের ‘দখল’ নিয়েছে ইথিওপিয় বাহিনী

November 29, 2020 | 3:06 pm

আন্তর্জাতিক ডেস্ক

তিগ্রাইয়ের রাজধানীসহ এর উত্তরাঞ্চলীয় এলাকার দখল নিয়েছে ইথিওপিয়ার সরকারি বাহিনী – বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

এর আগে, অস্ত্র সমার্পণের নির্ধারিত সম্য পেরিয়ে যাওয়ার পর ইথিওপিয় বাহিনী তিগ্রাইয়ের রাজধানী মেকেল্লেতে পৌঁছে তিগ্রাই পিপল’স লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে লড়াই শুরু করে।

তবে, টিপিএলএফ’র শীর্ষ কয়েকজন নেতা বার্তাসংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় জানিয়েছেন – তাদের অধিকারের প্রশ্নে এ লড়াই অব্যাহত থাকবে।

এদিকে, তিগ্রাইয়ের সীমান্ত সংলগ্ন ইরিত্রিয়া থেকে কয়েকদফা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে স্থানীয় মার্কিন দূতাবাস। ইথিওপিয় বাহিনী অভিযান পরিচালনাকালে ইরিত্রিয়াকে লক্ষ্য অরে কয়েকদফা রকেট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, এক টুইটার বার্তায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন – অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করা যাচ্ছে যে, ইথিওপিয় বাহিনী তিগ্রাইয়ের সম্পূর্ণ দখল নিতে সক্ষম হয়েছে।

ইতোমধ্যেই, প্রাণভয়ে ইথিওপিয়া থেকে পালিয়ে হাজার হাজার নাগরিক পার্শ্ববর্তী সুদানে আশ্রয় নিয়েছে। পাশাপাশি, মেকেল্লে অভিমুখে সরকারি বাহিনীর অভিযান ওই অঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন