বিজ্ঞাপন

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু

November 29, 2020 | 5:30 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় উপায়ে ও সহজভাবে সেবা দিতে একটি সদস্যবান্ধব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এর ফলে সদস্যদের জন্য সেবার মানোন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করা আরও সহজ হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) একটি অনলাইন ওয়েবিনারে ওয়েবসাইট ও অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বেসিসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে আরও অংশ নেন- বেসিসের সাব্কে সভাপতি এস এম কামাল, হাবিবুল্লাহ এন করিম, রফিকুল ইসলাম রাউলি, মাহবুব জামান, সারওয়ার আল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান ও ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) শোয়েব আহমেদ মাসুদ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘করোনার কারণে আমরা বুঝে গিয়েছি দুনিয়া ডিজিটাল হয়েছে। ভাইরাসের কারণে বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে ডিজিটাল অগ্রগতি প্রয়োজন ছিল। যেসব দেশ স্বাস্থ্যখাতে ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার করেছে তারাই মহামারি সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘বেসিসের নতুন ওয়েবসাইটের মাধ্যমে সব সদস্যদের জন্য আলাদা আলাদা আইডি থাকবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্যও আলাদাভাবে সংরক্ষিত থাকবে। যা আগের থেকে অনেক সহজতর।’

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন