বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

November 29, 2020 | 5:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নেত্রকোণা: হেফাজতে ইসলামের কয়েকজন নেতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মোক্তার পাড়া সড়কে এ মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ার মতো ধৃষ্টতা যে মৌলবাদীরা দেখিয়েছে, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। এর চূড়ান্ত বিচার চাই আমরা। কোনো অবস্থাতেই দেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করতে দেওয়া হবে না।’

এসময় সবাইকে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের এ প্রেতাত্মাদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে, গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্য পরিষদের’ ব্যানারে এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন