বিজ্ঞাপন

জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম বদল, নতুন ফলকে বিএনপির কালি

November 30, 2020 | 2:04 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মোগলটুলী এলাকায় থাকা জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। স্কুলটির নতুন নামকরণ করা হয়েছে মোগলটুলী উচ্চ বিদ্যালয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দিয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয়ের পরিবর্তিত নামটি কালো কালি দিয়ে মুছে দেয় বিএনপি নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান, ২০০৬ সালে এই স্কুলটি করা হয়। স্কুল-কলেজের নাম সব জায়গাতে লিখতে হয়, সার্টিফিকেটে লেখা থাকে। এ কারণে অনেকের ভালো কোনো জায়গাতে চাকরি হয় না। তাই নামটি পরিবর্তন করে এলাকার নামে নামকরণ করা হয়েছে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কাজ বাস্তবায়ন করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, স্কুলের নাম পরিবর্তনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলও করেছেন তারা। মিছিল নিয়ে বিদ্যালয়টির সামনে যান তারা। সেখানে বিক্ষোভ করতে থাকেন বিএনপি’র কর্মী সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নামফলক মুছে দেয়।

জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম বদল, নতুন ফলকে বিএনপির কালি

বিজ্ঞাপন

এ সময় বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও ইশরাক হোসেন নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

পথসভায় ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালে জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে।’ এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।’ যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এই নেতা।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন