বিজ্ঞাপন

করোনা ভ্যাকসিন: আইসিডিডিআরবির সঙ্গে গ্লোবের সমঝোতা চুক্তি বাতিল

December 1, 2020 | 3:15 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তৃতীয় ধাপের ট্রায়ালে আগ্রহ না দেখানোয় আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করেছে গ্লোব বায়োটেক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ ডিসেম্বর) গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক (মান ও নিয়ন্ত্রক) ডা. মোহাম্মদ মহিউদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার নতুন প্রতিষ্ঠান হিসেবে সিআরও বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে। খুব দ্রুত বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ট্রায়ালের আবেদন করবে বলে জানিয়েছে গ্লোব।

তৃতীয় ধাপের ট্রায়াল করতে ২৯ আগস্ট কাজ শুরু করে গ্লোব ও আইসিডিডিআরবি। গত ১৪ অক্টোবর মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ ট্রায়ালের জন্য দেশে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের সঙ্গে আইসিডিডিআরবি এক সমঝোতা স্মারক সই করে। তবে ট্রায়ালে কম আগ্রহ ও গুরুত্ব না দেওয়ার অভিযোগে আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি বাতিল করলো গ্লোব বায়োটেক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন