বিজ্ঞাপন

ডাকের সাবেক ডিজি সুধাংশুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

December 1, 2020 | 9:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দুর্নীতি মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর সেই অনুসন্ধানের অংশ হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুদক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কমিশন থেকে অনুসন্ধান করা হচ্ছে। আমরা জানতে পেরেছি, তিনি দেশত্যাগ করতে পারেন। আর তিনি দেশত্যাগ করলে কমিশনের অনুসন্ধান ব্যাহত হবে। এ কারণে পুলিশের বিশেষ শাখায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বরে প্রকল্পের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুধাংশু শেখরকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন ডাক বিভাগের এই সাবেক মহাপরিচালক এসএস ভদ্র।

গত মাসে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ নামের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর এখন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ডাক বিভাগের ৫৪১ কোটি টাকার ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ প্রকল্পে কমপক্ষে ১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, দেশের উপজেলা পর্যায়ে ই-পোস্ট অফিস স্থাপনের নামে তিনি এ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এরই মধ্যে দুদকের অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতাও মিলেছে।

সারাবাংলা/এসজে/টিআর

Tags: , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন