বিজ্ঞাপন

টিকে থাকার লড়াইয়ে ঢাকা

December 1, 2020 | 9:29 pm

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইতোমধ্যেই আট ম্যাচ শেষ। বেক্সিমকো ঢাকাই একমাত্র দল যারা কিনা এখনো জয় পায়নি। তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে মুশফিকুর রহিমের দল। জয়ের খোঁজে কাল তামিম ইকবালের ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। কাল নিশ্চয় মরিয়া হয়েই খেলবে ঢাকা। কারণ কালও হারলে টুর্নামেন্টের প্লে-অফে টিকে থাকা বড্ড কঠিন হয়ে পড়বে দলটির।

ঢাকা যে শুরতেই এমন বিপদে পড়বে প্লেয়ার ড্রাফটের পর কিন্তু আন্দাজ করা যায়নি। অভিজ্ঞ মুশফিকুর রহিম, সাব্বির রহমানদের সঙ্গে আকবর আলি, ইয়াছির রাব্বি, নাঈম শেখদের নিয়ে বেশ শক্তই ব্যাটিং লাইনআপ ঢাকার। বোলিংয়েও রুবেল হোসেন, নাঈম হাসানের মতো তারকারা আছেন। তবুও কেন জানি পেরে উঠছে না রাজধানীর দলটি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, পরিকল্পনা কাজে লাগাতে পারছেন না তার শিষ্যরা, ‘আসলে কোনো বিশেষ কারণ নেই। যে কোনো কারণেই হোক লক্ষ্য-পরিকল্পনার সঠিক প্রয়োগ হচ্ছে না।’ সুজন বলেন, ‘এখনই হতাশায় মুষড়ে পড়ার কিছু নেই। সব শেষ হয়ে গেছে এমন ভাবারও কোনো কারণ নেই। হাতে আরও ৫টি খেলা বাকি। ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

বিজ্ঞাপন

ঘুরে দাঁড়াতে চাইবে নিশ্চয় তামিম ইকবালের বরিশালও। তিন ম্যাচের মধ্যে তামিম এক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পেরেছিলেন বরিশাল সেই ম্যাচে জিতেছে। বাকি দুই ম্যাচ হারতে হয়েছে দলটিকে। ব্যাটিংটা মোটেও ভালো হচ্ছে না বরিশালের। কাল তারাও নিশ্চয় ঘুরে দাঁড়াতে চাইবে।

দুই দলের স্কোয়াড:

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন