বিজ্ঞাপন

মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

December 2, 2020 | 5:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেনের আদালতে আরিফুর রহমান নামে এক সাংবাদিক মামলাটির অভিযোগ দায়ের করেন।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে আগামী বছরের ২৮ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, হাফেজ মাওলানা জিয়াউল হাসান তার পদ-পদবী ব্যবহার করে তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অভিপ্রায়ে লিপ্ত রয়েছে। গত ২৯ নভেম্বর সকাল ১০টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা ও বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন। টিভি চ্যানেলের টকশোতে আসামির ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন