বিজ্ঞাপন

মাতারবাড়ী এলএনজি টার্মিনাল নির্মাণ পরামর্শক নিয়োগের অনুমতি

December 2, 2020 | 10:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২ ডিসেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্‌ মোস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ (২০১৮ সালের সর্বশেষ সংশোধনীসহ ‘-এর আওতায় কক্সবাজার জেলার মহেশখালির মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ সম্ভবনা যাচাই থেকে টার্মিনাল ডেভেলপমেন্ট সেকশন রিকোয়েস্ট ফর প্রোপোজাল (আরএফপি) মূল্যায়ন পর্যন্ত সব কাজ সম্পাদনের জন্য সুপারিশ করা পরামর্শক প্রতিষ্ঠান জাপানের টিজিইএস এবং নিপ্প কইয়ের সঙ্গে নেগোশিয়েটেড দরের চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ৪৩ কোটি টাকা ব্যয় হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় বাস্তবায়নাধীন ‘ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ ডিটেইল ডিজাইন রিভিউ কাজ, চুক্তি বহির্ভূত নতুন কাজ এবং অতিরিক্ত ১২ মাসের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সার্ভিস ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ৭২ কোটি ২৪ লাখ টাকায় জার্মানির আইএলএফ কনসালটিং ইঞ্জিনিয়ার্স এ কাজ করবে বলে জানান অতিরিক্ত সচিব।

একই প্রকল্পের আওতায় আরেক প্রস্তাবে প্রকল্পের কুতুবদিয়া ও মাতারবাড়ি অ্যাপ্রোচ চ্যানেল অংশে ডিপ পোস্ট-ট্রেসিং পদ্ধতিতে পাইপলাইন স্থাপনের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ৪৭২ কোটি ৪২ লাখ টাকায় এই কাজটি করবে চায়না পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন’ শীর্ষক প্রকল্পের প্যাকেজের একটি লটে টার্নকি-ভিত্তিতে তিনটি নতুন সাবস্টেশন স্থাপন, ছয়টি সাবস্টেশনের মানোন্নয়ন ও তিনটি বে সম্প্রসারণ কাজের ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। ৭০ কোটি ৫২ লাখ টাকায় এ কাজ করবে এনার্জি প্যাক ইঞ্চিনিয়ারিং লিমিটেড।

সারাবাংলা/জেআর/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন