বিজ্ঞাপন

শেষের ঝড়ে ঢাকার ১৭৫

December 4, 2020 | 7:02 pm

স্পোর্টস ডেস্ক

জয়ের দেখা পেতেই বুঝি চাঙা হয়ে উঠল বেক্সিমকো ঢাকা! বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই হারা দলটি চতুর্থ ম্যাচে জিতেছিল। অধরা জয়ের দেখা পাওয়া ঢাকা আজ পঞ্চম ম্যাচ খেলতে নেমে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে প্রথমে ব্যাটিং করে এই রান তোলে ঢাকা। মুশফিকুর রহিমের দল যে এতো বড় সংগ্রহ পাবে শুরুতে অবশ্য বুঝা যায়নি।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা দলটি ৬৪ রান তুলতেই নাঈম হাসান (১), নাঈম শেখ (৯), মুশফিকুর রহিম (৩৭) ও তানজিদ হাসানকে হারিয়ে বসে। ইনিংসের তখন ১১ ওভারের খেলা চলছিল। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে ঢাকাকে বড় সংগ্রহ এনে দিয়েছেন দুই তরুণ ইয়াছির আলি রাব্বি ও আকবর আলি।

পঞ্চম উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন দুজন। ফরহাদ রেজার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৩৯ বল খেলে ৯টি চার ১টি ছয়ে ৬৭ রান করেন ইয়াছির। আকবর আলি ২৩ বলে ৩ চার ২ ছয়ে ৪৫ রান করেন। রাজশাহীর হয়ে মুকিদুল ইসলাম ৩৮ রানে দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, আরাফাত সানি ও ফরহাদ রেজা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন