বিজ্ঞাপন

পেছাল হাম-রুবেলা ক্যাম্পেইন, শুরু ১২ ডিসেম্বর থেকে

December 5, 2020 | 8:15 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আজ শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও এই ক্যাম্পেইন এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক। তিনি বলেন, ৫ ডিসেম্বর হাম-রুবেলার টিকা দেওয়ার তারিখ অনিবার্য কারণে পেছানো হয়েছে। পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

তবে স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত শেব্যাপী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি পালন করা হবে।

স্বাস্থ্য অধিদফতরসহ একাধিক সূত্র বলছে, বেতন বৈষম্য দূর করতে দেশব্যাপী স্বাস্থ্য সহকারীদের একাংশ কর্মবিরতি পালন করছেন। এর ফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হলে এর বাস্তবায়ন কতটুকু হতো, তা নিয়ে শঙ্কা রয়েছে। আর সে কারণেই টিকাদানের এই ক্যাম্পেইন পিছিয়ে দেওয়া হয়েছে। অধিদফতর আশা করছে, এই এক সপ্তাহের মধ্যেই আলোচনার মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের কাজে ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারাদেশে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালনা করা হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।

ইপিআই-এর অন্যান্য লক্ষ্যগুলোর মধ্যে ২০২২ সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকার কাভারেজ শতকরা ৯৫ ভাগে উন্নীত করা এবং ২০২৩ সাল নাগাদ হাম-রুবেলা দূর করা অন্যতম। আর হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া। নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে মোট ২ ডোজ এমআর টিকা দেওয়া হয়ে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন