বিজ্ঞাপন

আলেমদের অযথা বিতর্কে না জড়ানোর আহ্বান জাফরুল্লাহর

December 5, 2020 | 4:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ইসলামের ক্ষতি হয় এমন কোনো বিতর্কে আলেমদের না জড়ানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

শনিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘বিজয়ের ৪৯ বছর: জনতার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আলেমদের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ইসলাম কথা বলতে দেওয়ার ধর্ম, বাক স্বাধীনতার ধর্ম। আপনারা ধর্মীয় ব্যক্তি। আপনাদের নামে, মাদরাসার শিক্ষকের নামে, ইমামদের নামে যৌন নিপীড়নের বড়ধরনের প্রশ্ন কেন আসে?`

তিনি বলেন, ‘আজকে আলেমদের দিয়ে যে বিতর্ক আনা হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য ছিল সেটা নিয়ে হুমকি-ধামকি শুনে সরকার চুপচাপ বসে ছিল। এরা এখন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ফলে গায়ে লাগছে। ধীরে ধীরে তারা শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছে।’

বিজ্ঞাপন

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সবাইকে কথা বলার অধিকার দেয়। আমি পরিষ্কারভাবেই বলেছি, আপনারা যারা আলেম আছেন, আপনাদের অযথা বিতর্কে জড়িয়ে পড়া ঠিক না। ভাস্কর্য বিতর্কে যাওয়া ইসলামের জন্য ক্ষতিকর। আপনারা ভাস্কর্য বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আসেন। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে- ইসলাম মানে যুগের ধর্ম, ইসলাম মানে লম্বা কুর্তা, ইসলাম মানে লম্বা দাড়ি রাখা নয়।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তারেক, তারেক জিন্দাবাদ করলে লাভ হবে না। আপনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চান, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চান, খোকনের (বিএনপির যুগ্ম মহাসচিব) মতো যারা আছেন, তারা জাইমাকে (তারেক রহমানের মেয়ে) সঙ্গে নিয়ে নামতে পারেন, তারেককে নিয়ে নয়। আমি তারেককে কোনো দোষ দিচ্ছি না। স্ট্রাটেজি বলে একটা কথা আছে।’

তিনি বলেন, ‘বিএনপির উচিত হবে খালেদা জিয়াকে প্রতিদিন ঘরের মধ্যে আবদ্ধ না রেখে, প্রতিদিন ১১টা থেকে ১২টা পর্যন্ত রোদের মধ্যে বসতে হবে। যাতে জনগণ দেখতে পায় তাদের নেত্রীকে অন্যায়ভাবে বন্দি করে আন্দোলনকে আটকে রাখা হয়েছে। সেখানে যদি জায়মা আসে তাহলে তাকে নিয়ে সারাদেশ ঘুরে বেড়াবে। তখনই দেখবেন জোয়ার কীভাবে ওঠে।’

বিজ্ঞাপন

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আ স ম মিসবাহ উদ্দিন, খন্দকার আমিনুর রহমান, রকিব উদ্দিন চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন