বিজ্ঞাপন

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

December 6, 2020 | 6:07 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা। এসময় দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবিও জানিযেছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষকদের হাতে ‘মুক্তিযুদ্ধ ও ভাস্কর্য বাংলার ঐতিহ্য’, ‘মুক্তিযোদ্ধার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ শীর্ষক স্লোগান প্ল্যাকার্ডে দেখা যায়।

অবস্থান কর্মসূচির বিষয়ে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করা মানেই বাংলাদেশের ওপর আঘাত। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এমন কেউ এই আঘাত সহ্য করতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই।’

এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন