বিজ্ঞাপন

২৫ সিনেমা হলে চলবে ‘বিশ্বসুন্দরী’

December 10, 2020 | 6:50 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

শুক্রবার (১১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। ছবিটি মুক্তি পাচ্ছে ২৫টি সিনেমা হলে।

বিজ্ঞাপন

‘বিশ্বসুন্দরী’ ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল, আনন্দ, বিজিবি, সৈনিক ক্লাব, শ্যামলী সিনেপ্লেক্সে চলবে।

ঢাকার বাইরে চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সভার), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), মনিহার (যশোর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার) সিনেমা হলগুলোতে চলবে।

সিয়াম-পরী ছাড়া ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ ছবির গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি চলচ্চিত্র দেখতে পাবেন।

ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হবার কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।

 ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন