বিজ্ঞাপন

কিউমুলোনিম্বাস মেঘে এলো ছুটির বার্তা!

March 16, 2018 | 10:36 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

চৈত্র মাসের আজ ২ তারিখ। তো চৈত্রমাস হচ্ছে একটি বিশিষ্ট তেজী মাস। ভাদ্র মাসের চেয়ে একটু কম। কিন্তু শীতের পরে হঠাৎ ক্ষেপে উঠা আবহাওয়ার কারণে চৈত্র মাসের বিশেষ কুখ্যাতি আছে।

গরম পড়েছে ভালোই। ৩৫ ডিগ্রি সেলসিয়াস অনায়াসে উঠে যাচ্ছে। এদিকে আকাশে নানান ধরণের মেঘ আসে যেই মেঘের জন্য আমাদের অপেক্ষা সেই কিউমুলোনিম্বাস মেঘই আসছে না।

কিউমুলোনিম্বাস হচ্ছে বৃষ্টি নামানোর মেঘ। ঘন কালো মেঘ, ভর দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়, সকাল হলেও সকাল বোঝা যায় না। এই মেঘের ঘনস্তর ভেদ করে আসতে পারে না সূর্যের আলো।

বিজ্ঞাপন

যেদিন কিউমুলোনিম্বাস মেঘ থাকে সেদিন সবার ছুটি। সানস্ক্রিনের ছুটি, ময়েশ্চারাইজারের ছুটি। সৌভাগ্যক্রমে আজকে আমাদের কাজেরও ছুটি।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে বৃষ্টি হবে, এবং এটা যে সে বৃষ্টি না শিলা বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হবে।

আমাদের ইস্পাত-ইট জীবনে বৃষ্টির ঝমঝম শব্দ পাওয়ার জন্য পাতাও নেই। শুধু বড় বড় শিলার টুকরো নেমে এসেই মনে করিয়ে দিয়ে যায় একটা আকাশ থেকে আনন্দ নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

বৃষ্টির পথ চেয়ে কাটুক সুন্দর একটা ছুটির দিন। বৃষ্টির আস্কারায় বেড়ে উঠুক নতুন পাতা আর ঘাস!

শুভ সকাল

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন