বিজ্ঞাপন

ডিসেম্বরের দুই ছবি নিয়ে সিদ্ধান্ত দেয়নি সেন্সর বোর্ড

December 15, 2020 | 4:49 pm

আহমেদ জামান শিমুল

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবং ‘প্রিয় কমলা’ ছবি দুটির নির্মাতা-প্রযোজকরা এ মাসেই ছবিগুলো মুক্তি দিতে চাইছেন। সে লক্ষ্যে তারা সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন। সেন্সর বোর্ড গত ৯ ডিসেম্বর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবং ‘প্রিয় কমলা’ ১৩ ডিসেম্বর দেখেছে। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত দেয়নি সেন্সর বোর্ড।

বিজ্ঞাপন

সারাবাংলার সঙ্গে এক আলাপচারিতায় সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক জানিয়েছেন, সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হওয়ায় তারা সিদ্ধান্ত নিতে দেরি করছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বিষয়টি সেন্সেটিভ। আমরা ছবিটি বোর্ডের সদস্যদের সঙ্গে নিয়ে দেশের কিছু বুদ্ধীজীবীদের নিয়ে আবার দেখবো ভেবেছি। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত ছবিটিতে কিছু কাটিং দেওয়া হবে। কাটিংসহ জমা দিয়ে সেন্সর করাতে বলা হবে।’

ছবির পরিচালক সেলিম খান কাটিংয়ের ব্যাপারটি জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, ‘সেন্সর বোর্ড আমাদের ছবিটি দেখেছে। তারা আমাদের কোন সিদ্ধান্ত দেয়নি। কাটিং দিবে নাকি আবার দেখবে তাও জানায়নি। যাই হোক আমরা আশা করছি খুব শিগগিরই সেন্সর পেয়ে যাবো। আমাদের ইচ্ছে আছে আগামী ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার।’

অন্য দিকে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ ছবিটি নিয়ে বলেন, ‘এ ছবির ব্যাপারেও আমাদের কিছু অবজারভেশন আছে। এ ব্যাপারে আজ সন্ধ্যায় (১৫ ডিসেম্বর) মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত হবে আমরা কি কাটিং দেওয়া হবে নাকি কিছু সংশোধন সাপেক্ষে আবার জমা দিতে বলবো।’

বিজ্ঞাপন

শাহরিয়ার নাজিম জয় ‘প্রিয় কমলা’ ১৬ ডিসেম্বর মুক্তির ঘোষণা দিয়ে রেখেছেন পূর্বেই। সে লক্ষ্যে ১ ঘণ্টা ২৫ মিনিটের ছবিটি খুব দ্রুতই শুটিং, এডিটিং, ডাবিং শেষ করে সেন্সরে জমা দেন। সেন্সর ছাড়পত্রের ব্যাপারে তার বক্তব্য জানতে বেশ কয়েকবার ফোন করা হয়। তিনি দুবার কল রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।

ছবিগুলো আটকে রাখার কোন ইচ্ছে সেন্সর বোর্ডের নেই বলে জানিয়েছেন মো. মমিনুল হক। তিনি বলেন, ‘এমনিতেই করোনার কারণে অনেক দিন দেশের সিনেমা হলগুলো বন্ধ ছিল। একই সঙ্গে নির্মাণও বন্ধ ছিল। আমরা চাই এখন বেশি বেশি করে দেশি ছবি আসুক সেন্সরের জন্য। কিন্তু যেনতেন ভাবে নির্মাণ করে জমা দিলেই তো হবে না। আর আমরা চাই কিছু ভুল-ত্রুটি সংশোধন করে ছবিগুলো প্রদর্শনযোগ্য হয়েই ছাড়পত্র পাক।’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এটি নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর নেতা হয়ে উঠার গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। অন্য দিকে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রিয় কমলা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন