বিজ্ঞাপন

ইরফান সাজ্জাদ ও তিশার ‘অল্প’ খুনসুটি

December 17, 2020 | 5:49 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

রাশেদের অফিসে কিছু একটা নিয়ে সমস্যা চলছিলো। কিন্তু সেটা সে কারো সাথেই শেয়ার করতে চাইছিলো না। সে সময় বিদেশ থেকে হঠাৎ দেশে এসে হাজির রাশেদের কাজিন মেঘ। রাশেদের সাথে একসময় তার বিয়ে হওয়ার কথা ছিলো, আর সেটা খুব ভালো করেই মনে রেখেছে রাশদের স্ত্রী কনা। মেঘ এসে রাশেদের বাসায় উঠলেই শুরু হয় বিপত্তি। রাশেদের সাথে মেঘের মাখামাখি কিছুতেই মেনে নিতে পারছেনা সন্দেহ বাতিকগ্রস্থ কনা। শুরু হয়ে যায় দাম্পত্য কলহ। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলে মেঘ গোপনে এখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় রাশেদের জন্য রেখে যায় বেশকিছু টাকা ও সম্পত্তি। কারণ মেঘ আগে থেকেই জানতে পেরেছিলো যে, রাশেদের ব্যবসার অবস্থা ভালো যাচ্ছেনা। বরং বন্ধুর উপকারের কথা চিন্তা করেই সে দেশে এসেছিলো। এটা জানার পর থেকে কনা অপরাধবোধে ভুগতে থাকে।

বিজ্ঞাপন

ইরফান সাজ্জাদ ও তিশার ‘অল্প’ খুনসুটি

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘অল্প’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সূচনা আজাদ, মাহবুব শাহীন, হাসান শহীদ বাবু প্রমূখ। প্রচারিত হবে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় এনটিভিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন