বিজ্ঞাপন

বায়ু দূষণে দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

December 20, 2020 | 9:10 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বায়ু দূষণের দায়ে দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কারখানাগুলো হচ্ছে- নগরীর নাসিরাবাদে মডার্ন স্টিল মিলস লিমিটেড এবং উত্তর পতেঙ্গায় এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিজ্ঞাপন

রোববার (২০ ডিসেম্বর) বায়ু দূষণের অভিযোগ সংক্রান্ত শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী তাদের এই জরিমানা দেওয়ার আদেশ দেন।

নূরুল্লাহ নূরী সারাবাংলাকে জানান, গত ২২ নভেম্বর মডার্ন স্টিল মিল এবং ২৪ নভেম্বর এনজিএস সিমেন্ট কারখানার চারপাশের বায়ুর গুণগত মান পরীক্ষা করে পরিবেশ অধিদফতরের টিম। উভয় প্রতিষ্ঠানের পাশে বায়ুর গুণগত গ্রহণযোগ্য মানমাত্রা পাওয়া যায়নি। মডার্ন স্টিলের এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এনজিএস সিমেন্টের বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাও যথাযথ পাওয়া যায়নি।’

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানিয়েছেন, মডার্ন স্টিল লিমিটেডকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি সাতদিনের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টও আধুনিকায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, এনজিএস সিমেন্ট লিমিটেডকে চার লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করে সাতদিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন