বিজ্ঞাপন

রোনালদো-নেইমারকে একসঙ্গে দেখতে চান কাসেমিরো

March 16, 2018 | 6:13 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

লিওনেল মেসির সঙ্গে তাঁর যুগলবন্দি দেখেছে লা লিগা। কেমন হবে যদি রোনালদো-নেইমার একসঙ্গে খেলে?

রিয়াল মাদ্রিদের হয়ে কাঁপিয়ে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার দাপিয়ে বেড়াচ্ছিলেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) । এরই মধ্যে ইনজুরিতে পড়ে বিশ্রামে আছেন নেইমার। তবে এরই মধ্যে বেশকটি গণমাধ্যম দাবী করে বসেছে দলবদলের মৌসুমে নেইমার নাকি আসছেন রিয়াল মাদ্রিদে।

১৪ নম্বর জার্সিতে খেলা ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো তাই বলেই বসলেন রোনালদো নাকি ভালো একজন বন্ধু পেতে যাচ্ছেন। রোনালদোর সঙ্গে নেইমারকে আক্রমণভাগে যে বেশ ভালোই মানাবে সেটা বলতে ভুল করেননি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই নেইমারের বাবা জানিয়ে দিয়েছিলেন, প্যারিস সেন্ট জার্মেইয়ে ছেলের দারুণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তিনি। তাই কাসেমিরো ভাবছেন পিএসজিতেই হয়তো থাকবেন নেইমার। আর যদি নেইমার রিয়ালে যোগ দেন, তবে রোনালদোর সঙ্গে একটা ভালো বন্ধুত্বই গড়ে উঠবে বলে করছেন কাসেমিরো, ‘নেইমার সবসময়ের জন্যই অসাধারণ, তার ১১ বছর বয়স থেকেই। দারুণ খেলা তার।’

নেইমারের রিয়ালে আসার ব্যাপারটা যে পুরোটাই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপর নির্ভর করছে সেটাও বললেন কাসেমিরো। ‘আমি মনে করি না নেইমারের রিয়ালে আসার সম্ভাবনা আছে, কিন্তু সেটা জানতে হবে ফ্লোরেন্তিনো পেরেজের কাছে।’

বিজ্ঞাপন

রিয়াল যে নেইমারকে চায়, সেটা নাকি নেইমার ভালোভাবেই জানেন। আর সেটাই বললেন কাসেমিরো, ‘সে (নেইমার) জানে রিয়ালের দরজা তার জন্য সবসময়ই খোলা, কিন্তু প্যারিসেই সে খুশিতে আছে। ওর যথেষ্ট দক্ষতা আছে, রিয়ালে আসার ক্ষেত্রে আমি ওর পক্ষে মত দেব। আশা করব এই মৌসুমেই তাকে রিয়ালে দেখা যাবে।’

নেইমার যে অপ্রতিরোধ্য, সেটা বলতেও ভুলেননি জাতীয় দলের সতীর্থ কাসেমিরো, ‘অসাধারণ খেলোয়াড় সে, বিশ্বের সেরা তিনজনের একজন। মাঠে সে যা চায়, সেটাই করে দেখাতে পারে। রোনালদোর সঙ্গে নেইমার খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারবে।’

সারাবাংলা/ এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন