বিজ্ঞাপন

শীতার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জাফরুল্লাহর

December 21, 2020 | 3:00 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: শীতার্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শীতে যেন কোনো মানুষ মারা না যায়; সেজন্য আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। পাশাপাশি সবার সহযোগিতাও চাই।

জাফরুল্লাহ বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে আহ্বান, তারা যেন অসহায় শীতার্তদের সহযোগিতা করেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং দুই-একজন ব্যবসায়ী এসব কম্বল দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করেছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীসহ উত্তরবঙ্গে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।

বিজ্ঞাপন

ভারতের শৈত্য প্রবাহে ৩৭ জন কৃষক মারা গেছেন উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ভারত সরকার অনুমোদন দিলে সেখানকার কৃষকদের জন্য দুই হাজার কম্বল পাঠাতে চাই।

সারাবাংলা/এসএ/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন