বিজ্ঞাপন

কর্মসংস্থানের দাবিতে রাজপথে যুব ইউনিয়ন

December 26, 2020 | 7:44 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারি শূন্যপদে নিয়োগ, করোনাকালে কর্মহীন হওয়াদের কাজের সুযোগ, আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য বন্ধ ও ঘুষ ছাড়া চাকরির দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুব ইউনিয়ন । শনিবার (২৬ ডিসেম্বর) তে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে কর্মহীন মানুষের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৮০ হাজার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বেকারত্ব ১৪.০২ শতাংশ। দেশে সরকারি অনুমোদিত পদশূন্য ৩ লাখ ৯৯ হাজার ৮৯৭টি। প্রতিবছর ২২ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করে কিন্তু কাজ পায় ৭ লাখ, তাহলে প্রতিবছর ১৫ লাখ মানুষ বেকারত্বের অভিশাপে পরছে। কিন্তু বলা হচ্ছে দেশে নাকি উন্নয়নের জোয়ার চলছে।’

বক্তারা আরও বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্প, আছে সুন্দরবন ধ্বংস করার রামপাল বিদ্যুৎ প্রকল্প। লক্ষ হাজার কোটি টাকা খরচ হচ্ছে এইসব প্রকল্পে সেইসাথে হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট। বন্ধ হয়েছে রাষ্ট্রীয় ২২টি পাটকল, ২৪ হাজার শ্রমিক একদিনেই বেকার হয়েছে। এবার সরকার নেমেছে চিনিশিল্প ধ্বংস করতে। আধুনিককায়ন না করে সরকার ক্ষতির অযুহাতে একের পর এক শিল্প কারখানা বন্ধ করছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি যুবনেতা গোলাম রাব্বী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান রামিম, জাহিদ নগর, রফিজুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন