বিজ্ঞাপন

সিরাজগঞ্জের চৌহালী বাঁধে ধস, যমুনায় বিলীন ৫০ মিটার 

March 17, 2018 | 1:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে তীর সংরক্ষণ বাধে আবারো ধস নেমেছে। শনিবার ভোর থেকে সকাল ১১টার মধ্যে খাসকাউলিয়া অংশে ৫০ মিটার এলাকা বিলীন হয়। ধসে যায় পাথরের বোল্ডার সহ জিও টেক্স। ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাঁধে এমন ধস স্থানীয়দের আতঙ্কে ফেলেছে।

নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতিই প্রায় সমাপ্তির দিকে যাওয়া বাধটি অব্যাহত ধসের কারণ বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং এলাকাবাসী জানায়, চৌহালী উপজেলা সদরের পোনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয়া উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকা বরাদ্দ দেয়।

বিজ্ঞাপন

ভাঙন রোধে যমুনা নদীর পুর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার গত ২০১৫ সালের ২৪ নভেম্বর সংরক্ষণ বাধ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে।

তবে হঠাৎ করে যমুনায় শুষ্ক মৌসুমে শনিবার সকালেচৌহালীর খাসকাউলিয়া অংশে প্রায় ৫০ মিটার ধসে যায়।

গতবছর প্রায় ১৫বার এমন ভাঙ্গনে পুরো বাঁধ এখন বিপর্যস্ত। নতুন করে আবার ভাঙ্গন রোধে স্লপিং নির্মাণে অকার্যকর মাটি নিচে ফেলে ব্লক দেয়া সহ পাথরের চারপাশে ফাঁকা স্থান সিমেন্ট দিয়ে পূর্ণ করে দেওয়ায় পানি ঢুকে তা সাধারণ স্রোতেই সরে এই ধস দেখা দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, ইতিমধ্যে তারা বিষয়টি জেনেছেন। ধস ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন