বিজ্ঞাপন

পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

December 28, 2020 | 3:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ দেশব্যাপী ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলোও আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অধিকাংশ পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।’

সোমবার (২৮ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘খুলনার চালনার পৌরসভায় সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে। বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে, তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। এই আক্রমণে অনেকেই গুরুতর আহত হয়েছেন। চালনার অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। চালনা এম এম কলেজ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে কেন্দ্রটি দখল করে নিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পৌর নির্বাচন শুরু হওয়ার পরপরই পঞ্চগড় পৌরসভার নতুন বস্তি এলাকায় ধানের শীষের মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট ইউনুসসহ নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়ে তাদের গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদিও কয়েকদিন ধরে জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিরা বলে এসেছেন যে, নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু আজকে তারা আওয়ামী সরকারের বরকন্দজের ভূমিকা পালন করছে।’

‘কুড়িগ্রামে পৌর নির্বাচন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রগুলো দখল করে প্রশাসনের সহায়তায় দেদারসে নৌকা প্রতীকে সিল মারছে। ধানের শীষের এজেন্টদেরকে পুলিশ ও আওয়ামী লীগের কেন্দ্র থেকে বের করে দিয়েছে,’— অভিযোগ রিজভীর।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর নির্বাচনে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে। এখানে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, শুধু আওয়ামী কর্মীদের ভোটকেন্দ্রে ঢুকিয়ে ইভিএমে নৌকায় ভোট দিতে পারছে। কিন্তু সাধারণ ভোটারদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখলের মাধ্যমে নৌকা প্রতীকে সিল মারছে। ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচনে গত দুই রাত ধরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করছে। আজ (সোমবার) সকাল থেকে সকল ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে প্রার্থীর আপন ভাই ও ছেলে ধানের শীষের এজেন্ট ছিল, তাদেরকেও কেন্দ্র থেকে মেরে বের করে দিয়েছে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জে সদর পৌর নির্বাচনে সব ভোটকেন্দ্র আওয়ামী লীগের লোকজন দখলে নিয়ে নৌকায় সিল মারছে। এর আগে সেখানে চলে পুলিশি তাণ্ডব। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনি এলাকা বিএনপি শূন্য করা হয়েছে। আজ ভোট শুরু হলে বিএনপির এজেন্টরা ভোটকেন্দ্রে গেলে তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যারা ঢুকতে চেষ্টা করেছে, তাদের ওপর হামলা চালানো হয়েছে। ভোটারদেরও ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।’

রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বাধা বিপত্তি ও হুমকি-ধামকি উপেক্ষা করে গত ২০ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র জমা দেন। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সময় ধানের শীষের প্রার্থীর প্রস্তাবককে স্থানীয় এমপি ও মন্ত্রীর কর্মচারী হাবিবুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে একই প্রস্তাবককে নিজের ‘ভুয়া’ প্রস্তাবক বানিয়ে নাসির উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল করিয়ে দেয়।’

“প্রস্তাবক দিলবার হোসেন নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারকে সুস্পষ্টভাবে বলেছেন, ‘আমি শুধুমাত্র ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনের প্রস্তাবক।’ কিন্তু রিটার্নিং অফিসার সেটি আমলে না নিয়ে নাসির উদ্দিনের প্রার্থিতা বাতিল করে দেন। এরপর থেকে ধানের শীষের প্রার্থীর প্রস্তাবক দিলবার হোসেনের ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ,”— বলেন রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ক্ষমতাসীন গোষ্ঠী এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। স্থানীয় এমপি ও মন্ত্রীর স্ত্রী নৌকা মার্কার প্রার্থী, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেই এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাকেই প্রতিষ্ঠিত করছে।’

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন