January 1, 2021 | 9:15 am
সূর্য ওঠে, সূর্য ডোবে। আশাআকাঙ্ক্ষার দোলাচলে প্রবাহিত হয় মানুষের জীবন। তেমনই আরও একটি লাল সূর্যের আভায় আলোকিত জগৎ। কিন্তু এই সূর্যের তাৎপর্য পুরো পৃথিবীর কাছেই অন্যরকম। কেবল রাতের অন্ধকার নয়, বিগত বছরের জরা, ক্লেদ, আতঙ্ককেও বিদায় দেবে নতুন সূর্যের আভা— বছর শুরুর সূর্যরশ্মির আলোর কাছে প্রত্যাশা এমনই। বিশেষ করে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিষে নীল যে বিগত বছর, সেই মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে নতুন জীবনের আহ্বানে ছুটে চলার প্রত্যয় নিয়েই হাজির নতুন এই সূর্য। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’ কবিতার কয়েকটি পঙ্ক্তিও সেই আকুতিকেই পরিস্ফূট করেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বছরের প্রথম সূর্যোদয়ের ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
সারাবাংলা/টিআর
Tags: নতুন বছর, নতুন সূর্য, সূর্যোদয়