বিজ্ঞাপন

উন্নয়নের সড়ক খানা-খন্দে ভরা: এরশাদ

March 17, 2018 | 4:35 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বগুড়া: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাপার শাসনামলে জনগণ ভালো অবস্থায় ছিল। বর্তমানে দেশের উন্নয়নের মহাসড়ক খানা খন্দে ভরা।

শনিবার (১৭ মার্চ) দুপুরে বগুড়া পর্যটন মোটেলে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আজ উন্নয়নের নামে যা বলা হচ্ছে, সেই উন্নয়নের মহাসড়ক খানা খন্দে ভরা। কিন্তু জাপার আমলে জনগণ অনেক ভালো অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

এরশাদ বলেন, যুব সমাজ বেকারত্ব ও হতাশার কারণে মাদকের দিকে যাচ্ছে। দেশের ব্যাংকগুলোতে টাকা নেই, যা আছে সেটিও লুটপাট হচ্ছে। আগে কখনও দেশে এমন অবস্থা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়াই তার একমাত্র লক্ষ্য উল্লেখ করে ২৪ মার্চ দলের মহাসমাবেশ সফল করার আহবান জানান এরশাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু,স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান,বগুড়া সদর আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বগুড়া জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সারাবাংলা/এমএইচ/এমএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন