বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

January 1, 2021 | 4:10 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্য তৈরি করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং ২০২১ সালে আমরা সফল হব বলে বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ আমরা শপথ নিয়েছি— দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব,’— বলেন বিএনপির মহাসচিব।

আন্দোলনে সফলতা আসছে না কেন— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করছে।’

তিনি বলেন, ‘ইতিহাস প্রমাণ করে কখনই দমন-পীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কখনো পারেনি। আমরা বিশ্বাস করি, নতুন বছর আমাদের শক্তি সঞ্চয় হবে এবং ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

এর আগে, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন