বিজ্ঞাপন

রেজাউলের জয় নিশ্চিতে ভোটারের ‘ঘরে ঘরে’ যাওয়ার নির্দেশ নওফেলের

January 1, 2021 | 10:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বিজয় নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে প্রয়াত রাজনীতিক সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপমন্ত্রী নওফেল এ আহ্বান জানান। নগরীর চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে হবে। আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী এই চট্টগ্রামকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেজন্য তিনি নির্বাচনি ৪০ দফা দিয়েছিলেন। সেই দফাগুলোর আলোকে ওনার স্বপ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি মেরিন ড্রাইভ, চট্টগ্রামের দোহাজারী থেকে রেললাইন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ, বে-টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং কর্ণফুলীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এখন পূরণ হতে চলছে।’

‘এই যে চট্টগ্রামের উন্নয়নে এত কাজ বর্তমান সরকার করছেন সেগুলোর কথা চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রতিটি ভোটারের সাথে সেতুবন্ধন তৈরির দায়িত্ব নিতে হবে নেতাকর্মীদের। ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে পারলেই নৌকার বিজয় নিশ্চিত হবে’, বলেন নওফেল।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া আসনের সাংসদ নওফেল আরও বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের মনের ভাষা বুঝতেন। এজন্য তিনি একজন আঞ্চলিক নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। আমরা যারা রাজনীতি করি তাদের সবারই তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। যেখানে অন্যায়-অবিচার হয়েছে সেখানে তিনি প্রতিবাদ করেছেন। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তিনি কখনো পরাভব মানেননি। চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে তিনি কখনো একবিন্দু ছাড় দেননি।’

মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের বিশাল কর্মীবাহিনী আছে। তারা বিভেদ চায় না। নেতাদের বুঝতে হবে দলের ঐক্যই আমাদের শক্তি। নেতাকর্মী সবাই মিলে ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করতে হবে। এবিএম মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু দল ও আদর্শের প্রতি অনুগত ছিলেন। আমাদের উনার আদর্শ ধারণ করতে হবে। সেটা করতে পারলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না।’

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, চকবাজার থানা কমিটির সিরাজুর রহমান, শেখ হারুন উর রশিদ, সাইফুল ইসলাম ভূঁইয়া, নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, অমর দত্ত, কামরুল হাসান, শামশুল আলম, রতন ভট্টাচার্য্য, দিদারুল আলম, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শ্রমিক লীগের আবুল হোসেন আবু, মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন