বিজ্ঞাপন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, আটক ৩

March 17, 2018 | 7:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ময়মনসিংহ: ভুল চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মতিউর নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় চিকিৎসককে মারধরের ঘটনায় রোগীর তিন স্বজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেলের ১৩নম্বর ‌ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, রোগীর ছেলে সারোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শ্যালিকা জেসমিন চৌধুরী।

রোগীর স্বজনদের অভিযোগ, ব্রেন স্ট্রেকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতোলে আসের মতিউর রহমান। শনিবার সকাল সাড়ে ৬ টায় তাহসিন জুবায়ের নামে এক চিকিৎসক মতিউর রহমানের শরীরে ইনজেকশন দেয়। কিছুক্ষণ পরেই মতিউর মারা যান। এ নিয়ে চিকিৎসকের সাথে বাকবিতণ্ডা ও পরে হাতিহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের তিন জনকে আটক করে।

বিজ্ঞাপন

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মাহমুদ জানান, নেত্রকোনার মদন উপজেলার ফতেপুরের মতিউর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে ভর্তি হন। শনিবার সকালে রোগীর স্বজনরা চিকিৎসকের সাথে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে তাদের পুলিশ ক্যাম্পে আনা হয়। পরে কর্তৃপক্ষের মাধ্যমে থানায় পাঠানো হয়।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, ডাক্তারের ওপর হামলা ও মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ তিন হামলাকারীকে আটক করেছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় রোগীর তিন স্বজনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদের জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন