বিজ্ঞাপন

ট্যাক্স দিতে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ৯ কোটি টাকা চান এনু-রুপন

January 7, 2021 | 11:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভুঁইয়া আয়কর দেওয়ার জন্য ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ কোটি টাকা চেয়ে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এনু ও রুপনের পক্ষে তাদের আইনজীবী আনোয়ার হোসেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন সারাবাংলাকে এনু-রুপনের আবেদেনের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের কাছে এ আবেদনের বিরোধিতা করেছি। এ বিষয়ে লিখিতভাবেও আপত্তি জমা দেবো বলে সময় চেয়েছি। আদালত তা মঞ্জুর করেছেন।

এদিকে, বুধবার অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য একই আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন