বিজ্ঞাপন

স্কুল-কলেজ খুললেই ‘পদ্মাপুরাণ’

January 8, 2021 | 8:00 pm

আহমেদ জামান শিমুল

পদ্মানদীর অববাহিকায় থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা, তাদের মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবনধারণ প্রক্রিয়া নিয়ে সিনেমা ‘পদ্মাপুরাণ’। পরিচালনা করেছেন রাশিদ পলাশ। সিনেমাটি দেশের স্কুল-কলেজ খুললেই মুক্তির পরিকল্পনা বলে জানিয়েছেন পরিচালক।

বিজ্ঞাপন

রাশিদ পলাশ সারাবাংলাকে বলেন, ‘আগামী সপ্তাহে আমরা ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিব। সিনেমা হল খোলা থাকলেও স্কুল-কলেজ তো বন্ধ। সব খুলে দেওয়ার পর আমরা মুক্তির তারিখ ঘোষণা দিব।’

সিনেমার গল্প রাশিদ পলাশের। গল্প সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘নদী কেন্দ্রিক জীবন এখন আর নেই। তাহলে সেখানে কী হয়েছে? আমরা দেখলাম সেখানে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার সিনেমার দর্শন মূলত এমন।’

‘পদ্মাপুরাণ’-এ শম্পা রেজা অভিনয় করছেন শিখন্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভুমিকায়। ছবিতে আরও আছেন সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া, প্রসূন আজাদসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , , , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন