বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে ১৫ পোশাক শ্রমিক আহত

January 9, 2021 | 4:02 pm

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কুংতন অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকেরা জানান, গত ৪ মাসের বকেয়া বেতন না পাওয়ায় অনাহারে জীবন কাটছে তাদের। শ্রমিকরা সকালে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ তাদের লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিক ছত্রভঙ্গ করে দেয়।

অতিরিক্ত আইনুল সুপার মেহেদী ইমরান সিদ্দিকী হক জানান, মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন