Sarabangla 4th-anniversary Sarabangla 4th-anniversary
বিজ্ঞাপন

ছড়াকার অজয় দাশগুপ্ত পা রাখলেন ৬২-তে

January 10, 2021 | 8:54 pm

সাহিত্য ডেস্ক

কলাম লেখক, প্রাবন্ধিক, ছড়াকার অজয় দাশগুপ্ত পা রাখলেন ৬২ বছরে। ১৯৫৯ সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন তিনি। কৈশোর থেকে ছড়া লিখে জাতীয় পর্যায়ে নন্দিত ছড়াকার অজয় দাশগুপ্ত তাদের একজন যাদের হাতে বাংলাদেশে ছড়া সাহিত্যের বিস্তার ঘটেছিল। যৌবনে কবিতা লিখে জাতীয় পুরষ্কার পাওয়া লেখক নব্বই দশক থেকে জাতীয় সংবাদপত্রে কলাম লেখা শুরু করেন। বিগত প্রায় দুই দশক দেশের বাইরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও তাঁর লেখালেখি থামে নি। বরং দেশের একাধিক জাতীয় দৈনিকসহ অনলাইনে পোর্টালে তিনি সবসময় সচল। প্রায় প্রতিদিনই কোন না কোন মিডিয়ায় প্রকাশিত তার কলাম বা মূল্যায়ন জনমত গঠন ও আলোচনায় বিশাল ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

স্ত্রী দীপা দাশগুপ্তও অষ্ট্রেলিয়ার মূলধারা এবং হলিউডেে অভিনেতা নির্দেশক পরিচালক একমাত্র সন্তান অর্ক দাশগুপ্তকে নিয়ে সিডনিতে বসবাসরত অজয় দাশগুপ্তের নেশা ক্রিকেট খেলা দেখা, গান শোনা ও দেশভ্রমণ। পৃথিবীর নানা দেশে ভ্রমণের অভিজ্ঞতা ও আত্মজৈবনিক গদ্য নিয়ে বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তিনি অনলাইন পোর্টাল সারা বাংলা ডট নেটেরও একজন নিয়মিত লেখক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই/আরএফ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন