বিজ্ঞাপন

এইচএসসির ফল প্রকাশে সংশোধিত আইন মন্ত্রিসভায় অনুমোদন

January 11, 2021 | 2:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। এই জটিলতা দূর করতে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) আইন, ২০২১’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই। আইনটি আসন্ন সংসদ অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ খসড়া অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে কথা বলে জানা গেছে, জানুয়ারির মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন