বিজ্ঞাপন

পৌষ সংক্রান্তির মাছের মেলায় দেড় লাখ টাকার বাঘাইড়

January 13, 2021 | 8:52 pm

হৃদয় দেবনাথ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের নতুন বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো মাছের মেলা। মেলায় উঠেছিলো মেঘনা থেকে ধরা ৭৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। বিক্রেতা দাম হাঁকছিলেন, দেড় লাখ টাকা। এছাড়াও রুই, কাতল, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ নানান রকম মাছে পূর্ণ ছিলো এদিন নতুন বাজার।

বিজ্ঞাপন

মেলায় আসা ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো ওই বাঘাইড়। কেনার সাধ্য না থাকলেও একনজর দেখে চোখ জুড়িয়েছেন সবাই। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন।

মাছ কিনতে আসা কল্লোল বৈদ্য বলেন, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর অন্যান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে। তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা।

বাজার ঘুরে দেখা যায়, মেলা উপলক্ষে পুরো বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা বড় আকৃতির নানান ধরনের মাছ এনেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন