January 14, 2021 | 12:05 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে চারতলায় হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউতে) চিকিৎসাধীন।
এর আগে রাত আটটার দিকে প্রথমে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। পরে রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হানিফ টাবলু জানান, সিরাজুল আলম খান হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় এইচডিইউতে চিকিৎসাধীন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিন দিন যাবত উনার ঘুম আসছিলো না। তবে উনি এখন ভালো আছেন। গত রাতে হাসপাতালের আসার পর উনি ঘুমিয়েছেন।
ঢাকা মেডিকেল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিরাজুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এএম