বিজ্ঞাপন

‘মানুষ এতটা পছন্দ করবে আশা করিনি’

January 15, 2021 | 5:49 pm

আহমেদ জামান শিমুল

গত বছর করোনার কারণে লকডাউন চলছিল দেশব্যাপী। তখনই ঢাকার অদূরে ঘটে এক ভয়াবহ ঘটনা—একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়। পরবর্তীতে জানা যায় ওই পরিবারের তিন জন নারী সদস্যকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। ওই ঘটনা নিয়ে এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। চলচ্চিত্রটি দর্শক, সমালোচকদের প্রশংসায় ভাসছে। রাফি জানালেন, তিনি এতটা প্রশংসা আশা করেননি।

বিজ্ঞাপন

‘কাজটা নিয়ে আশা ছিল—মানুষের ভাল লাগবে। পছন্দ করবে। তাই বলে যে পরিমাণ সাড়া ও প্রশংসা করবে ভাবতে পারিনি। বলতে পারেন, মানুষ এতটা পছন্দ করবে আশা করিনি’— বেশ উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলেন রায়হান রাফি।

কেন মানুষ এতটা পছন্দ করছে বলে মনে করেন?

‘এটা তো আসলে মানুষই ভালো বলতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয়, মানুষ অনেকদিন ধরে একই ধরনের গল্প দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিল। আমরা তাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প দিতে পেরেছি। আমরা গল্প বলার ঢংটা এমন করেছি, দর্শক একবার দেখতে বসলে আর উঠছে না।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ধর্ষণবিরোধী প্রচুর নাটক, চলচ্চিত্র হচ্ছে। কিন্তু অন্যগুলোর তুলনায় বেশি আলোচনায় এবং প্রশংসায় ‘জানোয়ার’। এর রহস্য নিয়ে রাফি— ‘প্রতিদিনই কিন্তু আমাদের দেশে ধর্ষণের ঘটনা হচ্ছে। এ নিয়ে অনেক কিছুই হচ্ছে। তবুও মানুষ খুব একটা সচেতন হচ্ছে না। কারণ তারা ঘটনার ভয়াবহতার ব্যাপারটা বুঝতে পারছে না। আমাদের ছবিটি দেখে দর্শকরা ধর্ষকদের ঘৃণা করছে। বলছে তারা পুরো ঘটনা নিতে পারছে না। এটাই হয়ত এত এত পজেটিভ রিভিউয়ের কারণ।’

অ্যাপে মুক্তি দেওয়া হলেও ‘জানোয়ার’-এর অনেক দৃশ্যে সংলাপে ‘বিপ’ বসানো হয়েছে। এ বিষয়টি নিয়ে অনেক দর্শকই আপত্তি জানিয়েছেন। এ ব্যাপারেও একমত নন পরিচালক। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোন সংলাপে বিপ টোন দেওয়ার পক্ষপাতি না যদি না তা সিনেমা হলে দেখানো হয়। তারপরও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে প্রযোজনা সংস্থা কোন প্রকার ঝুঁকি নিতে চায়নি।’

‘জানোয়ার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন এলেনা শাম্মী, রাশেদ মামুন অপু ও তাসকীন রহমান। এছাড়া রয়েছেন ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ ইসলাম, মুনমুন আহমেদ ও মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

টার্ন কমিনিউকেশনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জানোয়ার’।

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন