বিজ্ঞাপন

‘আমরা অনভিজ্ঞ তবে প্রতিভাবান’

January 15, 2021 | 10:22 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ সফরে আসার আগ মুহূর্তে বড় একটা ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনাভাইরাস ভীতির কথা জানিয়ে সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন দলটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ফলে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের বিমান ধরতে হয়েছে দ্বীপদেশটিকে।

বিজ্ঞাপন

মনে করা হচ্ছে অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের কঠিন পরীক্ষা নিবে বাংলাদেশ। আসন্ন সিরিজে বাংলাদেশকে পরিস্কার ফেভারিট ভাবছেন অনেকে। ক্যারিবিয়ানরা যে ছেড়ে কথা বলবেন না সেটা বলে আসছেন শুরু থেকেই। ভারপ্রাপ্ত সহ-অধিনায়ক সুনিল আমব্রিসও বললেন সেই কথা। অনভিজ্ঞ হলেও বাংলাদেশে আসা তরুণরা প্রতিভাবান। তাদের নিয়েই বাংলাদেশে ভালো করতে চান তিনি।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভার্চুয়াল বার্তায় আমব্রিস বলছিলেন, ‘আমাদের ব্যাটিং ইউনিট খুব অনভিজ্ঞ। তবে প্রতিভাবান ব্যাটসম্যান আছে দলে। ওরা যা পারে তাতে যদি অটল থাকে, তাহলে এই সিরিজে ভালো করবে। যদি ওরা সহজাত ক্রিকেট খেলতে পারে আমাদের জন্য ভালো হবে।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের। সফরে এসে এভাবে কারও করোনায় আক্রান্ত হয়ে পড়াটা নিশ্চয় চিন্তার। চিন্তিত হয়ে পড়েছিলেন আমব্রিসও। সে বিষয়ে বলেন, ‘খুব খারাপ পরিস্থিতি। প্রথম শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যক্তিগতভাবে, এটা নিয়ে আমি আর ভাবছি না। সামনের সিরিজ নিয়ে ভাবছি। নিরাপদ ও ইতিবাচক থাকার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন