বিজ্ঞাপন

বগুড়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

January 15, 2021 | 10:51 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: বগুড়া ও নওগাঁয় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) পৃথক দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসের ২ যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বিজ্ঞাপন

মৃতরা হলেন বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো. জামাল (৪০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শেরপুর থানা পুলিশের এসআই তন্ময় কুমার বর্মন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের নাম পরিচয় জানা যায়নি। বাস-ট্রাক জব্দ করা হয়েছে।

এ দিকে নওগাঁর মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বরকতুল্লাহ (৭৫) নামে একজন মারা গেছেন।

মৃত বরকতুল্লাহ উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘রাতে উপজেলার পাজরভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় মান্দা উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন