বিজ্ঞাপন

কবীর বেদী; বর্ণময় জীবনের এক বলিউড অভিনেতা

January 16, 2021 | 3:54 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

কবীর বেদী- বর্ণময় জীবনের অধিকারী এক বলিউড অভিনেতা। কেরিয়ারে বেশ কিছু ছবি উপহার দিলেও তার পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবনের জন্যই বেশি খ্যাতি পেয়েছেন তিনি। মডেলিং, সিনেমা, টেলিভিশন, থিয়েটার, বেতার। বিভিন্ন মাধ্যমে তার কেরিয়ার বিস্তৃত ভারত, আমেরিকার পাশাপাশি ইউরোপেও। বিনোদনে সুদর্শন পুরুষদের মধ্যে অন্যতম এই অভিনেতা।

বিজ্ঞাপন

আজ তার ৭৫তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি অভিভক্ত লাহোরে জন্মেছিলেন তিনি। বাবা পেয়ারেলাল সিংহ বেদী ছিলেন লেখক ও দার্শনিক। মা, ফ্রিডা বেদীর জীবনও বেশ অভিনব। তিনি ব্রিটিশ নাগরিক। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান গভীর। শেষ জীবনে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন তিনি।

দেশ ভাগের পরে মুম্বাই এসে মডেলিং ও অভিনয় জগতে পা রেখেছিলেন কবীর বেদী। বলিউডে তার প্রথম ছবি, ১৯৭১ সালে, ‘হালচাল’। এখনও পর্যন্ত অভিনয় করেছেন ষাটটিরও বেশি ভারতীয় ছবিতে। ‘তাজমহল: অ্যান ইটারনাল লভ স্টোরি’ ছবিতে শাহজাহানের ভূমিকায় কবীর বেদীর অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া ‘কচ্চে ধগে’, ‘খুন ভরি মাং’, ‘ম্যায় হু না’ ছবিতেও তিনি অনবদ্য।

বিজ্ঞাপন

ভারতে হিন্দি ও দক্ষিণী ভাষার ছবির পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন বিদেশি ছবিতেও। জেমস বন্ড সিরিজের ‘অক্টোপুসি’-তে তিনি খলনায়কের সহকারী। বলিউডে তাকে শেষ বার দেখা গিয়েছে ২০১৮ সালে, ‘জানে কিঁউ দে ইয়ারোঁ’ এবং ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার থ্রি’ ছবিতে।

সুদর্শন চেহারা এবং ব্যারিটোন কণ্ঠের জন্য টেলিভিশনেও দাপটের সঙ্গে কাজ করেছেন কবীর বেদী। ভারতের পাশাপাশি মার্কিন ও ইতালীয় টেলিসিরিজে কবীর বেদীর কাজ উল্লেখযোগ্য। হিন্দি, ইংরেজির মতো তিনি ইতালীয় ভাষাতেও সমান সাবলীল। ব্যারিটোন কণ্ঠস্বরের জন্য কবীর বেদী একজন প্রতিষ্ঠিত ডাবিং শিল্পী। ভারতীয় বিজ্ঞাপনেও তার কণ্ঠ খুবই জনপ্রিয়।

বিজ্ঞাপন

কাজের মতো কবীর বেদীর ব্যক্তিগত জীবনও বর্ণময়। ১৯৬৯ সালে তিনি বিয়ে করেন প্রতিমা বেদীকে। দাম্পত্য ভেঙে যায় ১৯৭৪-এ। মনে করা হয়, বলিউডের সেই সময়কার জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববির সঙ্গে সম্পর্কই কবীর-প্রতিমার বিচ্ছেদের কারণ। কবীর-প্রতিমার মেয়ে পূজা বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। পূজার ভাই সিদ্ধার্থ বিদেশে উচ্চশিক্ষার সময় ১৯৯৭ সালে মাত্র বাইশ বছর বয়সে আত্মঘাতী হন।

তবে পারভিন ববির সঙ্গে কবীরের সম্পর্কও স্থায়ী হয়নি। পারভিনের সঙ্গে ব্রেক আপের পরে কবীর বেদীর সঙ্গে আলাপ মার্কিন মডেল সুজান হাম্পফ্রে-এর। আমেরিকায় মডেলিং করতে গিয়ে দু’জনের আলাপ। সুজানকে বিয়ে করেন ১৯৮০ সালে। তবে কবীরের দ্বিতীয় বিয়েও দীর্ঘস্থায়ী ছিল না। ভেঙে যায় ১৯৯০ সালে। কবীর-সুজানের ছেলে অ্যাডামের জন্ম ১৯৮১-তে। হলিউড বিনোদন দুনিয়ায় অ্যাডাম বেদী অভিনয় ও মডেলিং-এ পরিচিত মুখ।

১৯৯১ সালে লন্ডনে কবীরের সঙ্গে আলাপ নিক্কি মুলগাওকরের। বয়সে কুড়ি বছরের ছোট, রেডিও ও টেলিভিশনের সঞ্চালক নিক্কি-কে ১৯৯২ সালে বিয়ে করেন কবীর। তেরো বছর পরে ২০০৫ সালে ভেঙে যায় তাদের দাম্পত্য।

বিজ্ঞাপন

তৃতীয় ডিভোর্সের পরে এগারো বছর বিয়ে করেননি কবীর। ২০১৬ সালে, নিজের সত্তরতম জন্মদিনের ঠিক দু’দিন আগে তিনি বিয়ে করেন বয়সে তার চেয়ে ছাব্বিশ বছরের ছোট পারভিন দুসাঞ্জকে। এমন কি পারভিন দুসাঞ্জ কবীরের প্রথম সন্তান পূজা বেদীর থেকেও বয়সে তিন বছরের ছোট। সত্তর বছর পূর্তির জন্মদিনের পার্টিতে কবীর প্রকাশ্যে আনেন তার চতুর্থ বিয়ের কথা। পার্টিতে বেশির ভাগ অতিথিই জানতেন না এই বিয়ে নিয়ে। অতিথি অভ্যাগতদের সঙ্গে কবীর বেদী আলাপ করিয়ে দেন স্ত্রী পারভিনের সঙ্গে। তবে বাবার এই সম্পর্ক মেনে নিতে পারেননি কবীর বেদীর মেয়ে পূজা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেও শোনা যায়, বাবা-মেয়ের সম্পর্কের ফাটল আর জোড়া লাগেনি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর বেদী জানিয়েছিলেন, জীবনটাকে রীতিমতো উপভোগ করছেন তিনি। বলেছেন, ‘আরও কাজ করতে চাই, চাই অস্কারটা জিততে’।

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন